ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার চিকিৎসকরা তাকে বাড়ি চলে যেতে বলেছেন।
ওই যুবক তিন বছর পর সৌদি আরব থেকে ছুটিতে পাঁচ দিন আগে বাড়ি আসেন। টানা ভ্রমণসহ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি ঠান্ডা ও সর্দি জ্বরে আক্রান্ত হন এবং মঙ্গলবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে যেহেতু তিনি প্রবাস থেকে বাড়িতে এসেছেন তাই তাকে সন্দেহ করা হয়। এই সন্দেহের সূত্র ধরেই তাকে জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু পরিবারের লোকজন এতে আতঙ্কিত হয়ে নিজ উদ্যোগে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
ওই যুবকের বাবা ইউএনবির প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, তিন বছর সৌদি থাকার পর কিছুদিনের ছুটি নিয়ে আমার ছেলেকে বাড়ি এসেছে। অতিরিক্ত ভ্রমণের কারণে এবং আবহাওয়া পরিবর্তনের ফলে তার ঠান্ডা লাগে।
বুধবার রাতে যুবকের মা তাহেরা খাতুন বলেন, ‘আমার ছেলে এখন ভালো আছে আমার ছেলেকে নিয়ে মেহেরপুর ফিরে যাচ্ছি।’