বাগেরহাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মোংলা পোর্ট পৌরসভা এলাকায় সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
বুধবার রাত ১২টার পর থেকে শুরু হয়ে আগামী ১৬ জুন রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় এ পর্যন্ত এক হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বুধবার জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছে ৫০ জন। এসময়ে সুস্থ হয়ে উঠেছে এক হাজার ৫০০ জন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ ক্রমশ্য বাড়তে থাকায় মোংলা পোর্ট পৌরসভা এলাকায় সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা করে সিদ্ধান্ত নিয়ে এই বিধিনিষেধ আরোপ করা হয়।
আরও পড়ুন: খুলনা বিভাগে ঈদের পরে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোংলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। পুলিশের পাশাপাশি সেখানে কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছে। করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে জেলায় গণপরিবহন এবং হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য বিধি লঙ্ঘন করলে অর্থদণ্ড করা হচ্ছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। গোটা জেলায় নমুনা পরীক্ষা অনুসারে শনাক্ত বিবেচনায় আক্রান্তের সংখ্যা গড়ে শতকরা ৩৮ ভাগ। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় এখন করোনা পরীক্ষা করা হচ্ছে। সাবাইকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। বিধিনিষেধ কঠোরভাবে পালন করা গেলে সংক্রমণের পরিমাণ কমে আসবে বলে সিভিল সার্জন জানান।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস জানান, ১ থেকে ৯ জুন পর্যন্ত শুধুমাত্র মোংলা উপজেলায় ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এসময়ে মোংলায় মৃত্যু হয়েছে ২ জনের।
সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করে স্বাস্থ্য বিভাগ।