বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২১ মার্চ) বিকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র, নয় পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পদ্মায় মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ
আটকরা হলেন—বাগেরহাট জেলার মোংলা উপজেলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সি (৪০) এবং খুলনা জেলার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।
এতে আরও জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল সুন্দরবন বিভাগের ভদ্রা অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি দেশিয় অস্ত্র, নয় পিচ ইয়াবা এবং ২৫ গ্রাম গাঁজাসহ ওই পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা ছিঁচকে চোর হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে মোংলা এবং পাশ্ববর্তী কয়রা থানায় একাধিক চুরি, মাদক এবং মারামারির মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে আটক পাঁচজনকে মোংলা থানায় হস্তান্তর করা হচ্ছে।