অস্ত্রসহ আটক
মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৫
বাগেরহাটের মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২১ মার্চ) বিকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলাধীন সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র, নয় পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পদ্মায় মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি জেলেকে ফেরত দিল বিএসএফ
আটকরা হলেন—বাগেরহাট জেলার মোংলা উপজেলার মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সি (৪০) এবং খুলনা জেলার কয়রা উপজেলার মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)।
এতে আরও জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাওয়ার খবর পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল সুন্দরবন বিভাগের ভদ্রা অফিসসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি দেশিয় অস্ত্র, নয় পিচ ইয়াবা এবং ২৫ গ্রাম গাঁজাসহ ওই পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা ছিঁচকে চোর হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে মোংলা এবং পাশ্ববর্তী কয়রা থানায় একাধিক চুরি, মাদক এবং মারামারির মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নিতে আটক পাঁচজনকে মোংলা থানায় হস্তান্তর করা হচ্ছে।
৩১৫ দিন আগে
রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
ছিনতাই চক্রের কতিপয় সদস্য ছিনতাইয়ের উদ্দেশে কাওরান বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে একজনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল ৪টায় র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারস্থ ১নং সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ মো. মাহিন হোসেন হৃদয়কে (২২) আটক করে।
আটককৃত হৃদয় কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত বাবু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবহার করে হৃদয় ও তার সহযোগীরা কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীসহ বিভিন্ন পথচারীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো। সে ছিনতাই ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সাথে সমানভাবে সম্পৃক্ত বলে জানা গেছে।
আরও পড়ুন: গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
কারওয়ান বাজার এলাকায় হৃদয় গ্যাং নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে, এই কিশোর গ্যাং এর সদস্যরাও বেশির ভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করে নেয় বলে স্বীকার করেছে আটক হৃদয়।
তার বিরুদ্ধে ঢাকার ৩টি থানায় বিভিন্ন ধারায় ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব-২।
১৭১৯ দিন আগে
অস্ত্রসহ বিলাইছড়িতে আটক ৭
পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।
১৮৩৯ দিন আগে
রাঙামাটিতে অস্ত্রসহ একজন আটক
কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
১৮৯৭ দিন আগে
কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা ও তার সহযোগী আটক
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব-১২।
২০১৪ দিন আগে