অস্ত্রসহ আটক
রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
ছিনতাই চক্রের কতিপয় সদস্য ছিনতাইয়ের উদ্দেশে কাওরান বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে একজনকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল ৪টায় র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারস্থ ১নং সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ মো. মাহিন হোসেন হৃদয়কে (২২) আটক করে।
আটককৃত হৃদয় কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত বাবু মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবহার করে হৃদয় ও তার সহযোগীরা কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ীসহ বিভিন্ন পথচারীদের নিকট হতে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো। সে ছিনতাই ছাড়াও চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতির সাথে সমানভাবে সম্পৃক্ত বলে জানা গেছে।
আরও পড়ুন: গাজীপুরে ইয়াবাসহ কারারক্ষী আটক
কারওয়ান বাজার এলাকায় হৃদয় গ্যাং নামে তার একটি কিশোর গ্যাং রয়েছে, এই কিশোর গ্যাং এর সদস্যরাও বেশির ভাগ সময় সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সবকিছু ছিনতাই করে নেয় বলে স্বীকার করেছে আটক হৃদয়।
তার বিরুদ্ধে ঢাকার ৩টি থানায় বিভিন্ন ধারায় ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব-২।
৩ বছর আগে
অস্ত্রসহ বিলাইছড়িতে আটক ৭
পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী।
৩ বছর আগে
রাঙামাটিতে অস্ত্রসহ একজন আটক
কাউখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
৪ বছর আগে
কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা ও তার সহযোগী আটক
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের এক নেতা ও তার সহযোগীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব-১২।
৪ বছর আগে