আটককৃতরা হলেন- বেনাপোল দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৮), শার্শার গোগা এলাকার আনারুলের ছেলে ইয়াকুব আলী (২৮) ও কুমিল্লা জেলার পাচকানিয়া থানার মনিরের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দুপুরে ওই চালানটি জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বারের ওজন ১১ কেজি। এর বাজারমূল্য প্রায় ছয় কোটি ৬০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, স্বর্ণ চোরাচালানকারীরা বিপুল পরিমাণ একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ অভিযানে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকার একটি ইটভাটার কাছ থেকে ৯৪টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকার জব্দসহ তিনজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।