ক্রটিযুক্ত খাতা মূল্যায়নের কারণে ৮৭ পরীক্ষককে আগামী দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
রবিবার বোর্ডের পরীক্ষা শাখা থেকে জানা গেছে, গত ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। পরে ২৩ হাজার ১২৩ শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৭ জনের ফলাফল পরিবর্তন করে ১৭ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়। এ ফলাফলে ৩০ জন শিক্ষার্থী পাস করে, মূলত ফলাফলে যাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছিল। সেই সাথে বিভিন্ন গ্রেড থেকে জিপিএ ৫ পায় ২৬ জন। ফলাফল পরিবর্তনের সংখ্যা অনুযায়ী খাতা দেখায় ভুল করা ৮৭ জন পরীক্ষককে চিহ্নিত করা হয়।
এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের প্রতি বছর শাস্তির আওতায় আনা হচ্ছে। এ কারণে এবার পরীক্ষায় খাতা দেখায় ভুলের সংখ্যা অনেকাংশে কমে গেছে। তবে এ বছর যারা এইচএসসি পরীক্ষার খাতা দেখায় ভুল করেছেন তাদের শাস্তি হিসাবে আগামী দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এসব পরীক্ষকের ভুল সংশোধনের জন্য বিভিন্ন কর্মশালা করা হবে, যাতে করে পরবর্তীতে তারা এসব ভুলগুলো আর করতে না পারে।