নিহত মামুন হাসান (২১) মনিরামপুর উপজেলার খোজালীপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে। সে মনিরামপুর আলিয়া মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একই গ্রামের আয়নালদের ঘর থেকে মোবাইল চুরির অভিযোগে মামুনের হাত-পা বেঁধে রেখে এক দল স্থানীয়রা তাকে মারপিট করেছে বলে শুনেছি।
এর আগে, মামুনকে মঙ্গলবার দিবাগত রাত ১১ থেকে রাত তিনটা পর্যন্ত প্রায় চার ঘণ্টা হাত-পা বেঁধে মারপিট করা হয়। পরে বুধবার মনিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ
যশোরে ছিনতাইকারী সন্দেহে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, আটক ১
সাভারে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
স্থানীয় ইউইনয়ন পরিষদ (ইউপি) সদস্য আনিছুর রহমান জানান, মামুন নিজ গ্রামসহ আশপাশের গ্রামে একাধিকবার বৈদ্যুতিক সেচপাম্প (মোটর), মোবাইল ফোন চুরি করেছে। আটমাস আগে আয়নালদের একটি ফোন চুরি করে মামুন। তখন সালিশের মাধ্যমে মোবাইল ফোন সেট ফেরত দেয় সে।
মামুনের মা ছকিনা বেগম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ভাত খেয়ে বাড়ির পাশের খালা রেহেনা বেগমের দোকানে যায় মামুন। তখন আরমান নামে তার এক বন্ধু মামুনকে ডেকে বাড়ির পাশে হরিহর নদীর পাড়ে নিয়ে যায়। তাদের দুইজনকে সেখানে দেখে দল পাকিয়ে মামুনকে নদীর পানিতে ফেলে মারপিট করে। সেখান থেকে তুলে আয়নারদের বাড়িতে নিয়ে তাকে পেটায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে মরনাপন্ন অবস্থায় দেখতে পাই।
বুধবার সকালে পুলিশ মামুনকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাভার ও আশুলিয়ায় ২ যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’
চুরির অপবাদ দিয়ে গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যা
এ ঘটনায় নিহত পিতা মশিয়ার গাজী ১২ জনকে আসামি করে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে।
প্রসঙ্গত, মনিরামপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে সম্প্রতি বোরহান কবির নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল।