যশোরের অভয়নগরে পুরাতন ছাদের ঢালাই অংশ ভেঙ্গে পড়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে অভয়নগর উপজেলার এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানায়, মিলের ভিতরে পুরোনো স্টাফ কোয়ার্টারের ভবনের ছাদের অংশ ভেঙ্গে শ্রমিক বিল্লাল হোসেনের গায়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: যশোরে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
নিহত বিল্লাল হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার বাগালিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানায়, বিল্লাল হোসেন যশোর জে জে আই জুট মিলের ভিতরে স্টাফ কোয়ার্টারের পুরাতন ভবন ভাঙ্গার জন্য শ্রমিক হিসেবে কাজ করছিলেন। রবিবার পুরোনো ভবন ভাঙ্গার সময় স্টাফ কোয়ার্টারের ছাদের ঢালাই অংশ ভেঙ্গে তার গায়ের উপরে পড়ায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত