নিহত বাবু (৪০) সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা এবং মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) তাসমীম আলমের ভাষ্যমতে, ‘রাত ২টার দিকে মাদকের বড় চালান হাতবদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাড়াপোল এলাকায় পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়।’
তিনি দাবি করেন, ‘স্থানীয়রা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে বাবু বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।’
নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও দাবি করেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বাবুকে কোতয়ালী থানার অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১২টি মামলায় পুলিশ গ্রেপ্তারের চেষ্টায় ছিল।’