যশোর জেনারেল হাসপাতাল
হাসপাতাল থেকে ভারতফেরত ১০ করোনারোগী পালিয়েছে
যশোর জেনারেল হাসপাতাল থেকে ভারতফেরত ১০ জন করোনা রোগী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল থেকে রবিবার দুপুরের মধ্যে তারা হাসপাতাল থেকে পালিয়েছে।
আরও পড়ুন: জুনের আগে করোনা পরিস্থিতির উন্নতি হবে না: বিশেষজ্ঞ মতামত
হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে পেরেছে বলে অভিযোগ করা হচ্ছে। এতে করে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দাবি করে বলছেন, মাত্র দুইজন রোগী পালিয়েছেন।
আর সিভিল সার্জন বলছেন, হাসপাতাল থেকে পালানো রোগীদের দেয়া নাম ঠিকানা যদি ঠিক থাকে তবে অবশ্যই তাদের খুঁজে বের করা সম্ভব হবে।
আরও পড়ুন: সরকার গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে: কাদের
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারক চন্দ্র বিশ্বাস বলেন, গত শনিবার সকাল ১০টা ৫৭ মিনিটের দিকে ভারতফেরত কিছু রোগী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রবিবারও রোগী আসেন। সব মিলিয়ে ২ দিনে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়।
হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার মতে, ভর্তি রোগীরা হলো যশোর শহরের খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত (৫০), শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম(১৯), একই গ্রামের একরামের স্ত্রী রোমা (৩০), প্রতাপকাঠি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম (৫০), বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদাহ জেলার কালীগঞ্জের মনোতষের স্ত্রী শেফালী রানী, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রুপসা এলাকার শের আলীর ছেলে সোহেল (১৭)।
আরও পড়ুন: করোনার ১ম ডোজের টিকাদান সোমবার থেকে স্থগিত
করোনা ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র নার্স লাবনী বিশ্বাস বলেন, ভারত থেকে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে আসা ১০ জন ওয়ার্ডে ভর্তি ছিল। কিন্তু রবিবার সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের একাধিক চিকিৎসক বলছেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট উদ্বেগ তৈরি করেছে। ফলে পালিয়ে যাওয়া রোগীরা যদি ভারতীয় ভেরিয়েন্টের বাহক হন তাহলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও ভাইরোলজিস্টরা বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী যদি কোনো পরিবারে থাকে তাহলে তার মাধ্যমে প্রথমে তার পরিবার ও আশপাশের লোকজনও আক্রান্ত হতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, ভারত থেকে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে আনা হলে তা পুলিশ স্কট করে দিয়ে যাবে। একইসাথে তাদের পাসপোর্ট পুলিশ হাসপাতালে জমা করবে। কিন্তু তার কোনোটাই করা হয়নি। কোনো রোগী যাতে পালাতে না পারে সে জন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার বিষয়ে আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, রোগী পালানোর কথা শুনে আমি রবিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে গিয়েছিলাম। যে ১০ জন রোগী পালিয়েছে তাদের নাম ঠিকানা সঠিক থাকলে তাদেরকে খুঁজে বের করা সম্ভব হবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
যশোর কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগী পালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কিছুই জানায়নি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।
৩ বছর আগে
কুড়িয়ে পাওয়া বোমায় শিশু নিহত, মা বোন আহত
যশোরের কেশবপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমায় আব্দুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত শিশুটির মা ও বোন।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার বাউশলা গ্রামে এ ঘটনা ঘটে।
কেশবপুর থানার পুলিশ জানায়, বিকালে গ্রামের মিজানুর রহমানের শিশুপুত্র আব্দুর রহমান বাড়ির পাশের মাঠে খেলা করছিল। এসময় মাঠের মধ্যের একটি স্যালো মেশিন ঘর থেকে একটি কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে বাড়িতে এসে সেটি নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর বোমাটি হঠাৎ বিস্ফোরিত হয়। বোমার স্পিন্টারের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুর রহমান। পাশে থাকা তার মা নিলুফা বেগম (২৭) ও বোন মারুফা (৩) গুরুতর আহত হন।
আরও পড়ুন: যশোরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত
বোমা বিস্ফারণের বিকট আওয়াজ শুনে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে প্রথমে কেশবপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎক আহত দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।
৩ বছর আগে
মামলার হাজিরা দিতে বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন লেদমিস্ত্রি
যশোর শহরের খোলাডাঙ্গা মুন্সিপাড়া থেকে বুধবার এক লেদমিস্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে
নবজাতকের ধড় বের হলেও মাথা থেকে গেল পেটের ভেতরে
যশোর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক প্রসূতির গর্ভ থেকে একটি মেয়ে শিশুর ধড় বের করলেও মাথা ভেতরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের আয়া মোমেনা খাতুনকে দায়ী করা হচ্ছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
৩ বছর আগে
এনজিওর টাকা শোধ করতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’
যশোরের মনিরামপুরে এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক গৃহবধূ মঙ্গলবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
৩ বছর আগে
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী শামীম রওফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।
৩ বছর আগে
শার্শায় ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরের শার্শার লক্ষ্মণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে দুই সন্তানের জননী শারমিন খাতুনের (৩৫) ঝুলন্তা লাশ উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোর সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় সোমবার গভীর রাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
৪ বছর আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী
যশোরে মণিরামপুর মশ্মিমনগর সড়ক দুর্ঘটনায় রবিবার এক ব্যক্তি নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন।
৪ বছর আগে
হ্যান্ডকাপসহ পালালেন আইসোলেশনে থাকা হাজতি
যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন থেকে হ্যান্ডকাপসহ সুজন (২৫) নামে এক হাজতি পালিয়েছেন।
৪ বছর আগে