যশোরে পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।
নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ‘লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১০ যাত্রী
পুলিশ সুপার আরও বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।’
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে।