আরও পড়ুন:রাঙামাটিতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রূপকারীর ইউপি সদস্য বিনয় চাকমা মামলাটি দায়ের করেছেন বলে জানান বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান।
মামলায় নাম উল্লেখ করা ১০ আসামি হলেন- মণিময় চাকমা, বড় ঋষি চাকমা, শুভাশিষ চাকমা (টম্বামনি), সুভাষ বসু চাকমা, পলক তালুকদার, দয়া সিন্ধু চাকমা, তৃদ্বীপ চাকমা ( দ্বিপ বাবু) চাকমা, বরুন চাকমা, সোহাগ চাকমা ও প্রভাত কুমার চাকমা।
আরও পড়ুন:রাঙামাটি প্রেস ক্লাবের ৫ জনকে সম্মাননা
এদিকে নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন:রাঙামাটিতে অস্ত্রসহ একজন আটক
উল্লেখ্য, সমর বিকাশ চাকমাকে বুধবার গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুপুর সাড়ে ১২টার দিকে অফিসের ভেতরে ঢুকে অতর্কিতভাবে গুলি করে পালিয়ে যায় তারা।
সমর বিকাশ চাকমা রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস, এমএন লারমা) সমর্থিত বলে জানা গেছে।
আরও পড়ুন:রাঙামাটিতে আবারও বাড়ছে করোনা রোগী
প্রত্যক্ষদর্শীরা জানান, সমর বিকাশ চাকমা বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে কক্ষে ঢুকে কিছু বোঝার আগেই তাকে পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই দুর্বৃত্তরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়।