চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে এসেছে নতুন চার অতিথি (সাদা বাঘ শাবক)। শনিবার বিকালে চট্টগ্রাম চিড়িয়াখানায় চারটি বাঘের বাচ্চা প্রসব করে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টি।
কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
রবিবার নতুন এ চার অতিথিদের খবর জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি জানান, শনিবার বিকালে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথম বারের মত সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। প্রতিটি বাঘ শাবকের ওজন প্রায় ৮০০-৯০০ গ্রাম। মায়ের সঙ্গে খাঁচায় আছে শাবকগুলো। মায়ের দুধই পান করছে। সাত দিন পর শাবকগুলোর লিঙ্গ পরিচয় জানা যাবে।