রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার (২ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে শাহজাহানপুরে ফ্লাইওভার থেকে নামার সময় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম কামরুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, এসআই কামরুল ইসলাম রাত ৮টা ১৫ মিনিটের দিকে তার সবুজবাগ এলাকার বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল মতিঝিলের উদ্দেশে যাচ্ছিলেন। শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভার থেকে নামার পরপরই বলাকা পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পরে এসআই কামরুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই চালককে গ্রেপ্তার করে বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে শাহজাহানপুর থানার এসআই ইলিয়াস মোহাম্মদ এ ঘটনায় একটি মামলা করেছেন।