রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।