নির্বাচন নিয়ে শঙ্কা আছে উল্লেখ করে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গিয়েছে। রাজনীতিকরা সদাচরণ করলে এই নির্বাচনে কোনো ঝুঁকি থাকবে না।’
সোমবার (১২ জানুয়ারি) সকালে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সুজন সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা আছে। এটাকে ট্র্যাকচ্যুত করার চেষ্টা হতে পারে। রাজনীতিক এবং তাদের মনোনীত প্রার্থীরা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা আশঙ্কা থাকবে না। তারা উত্তেজনা কমালে, সহিংসতায় লিপ্ত না হলে এবং এমপি হওয়ার জন্য অপকৌশল বন্ধ করলে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে।
‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক বিভাগীয় এই সংলাপে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের মতামত প্রকাশ করেন।