মৃত রিয়াজুল ইসলাম (৫৩) গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কলেজ পাড়া মহল্লার ওসমান গনি মোল্লার ছেলে। তিনি আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
রিয়াজুলের ভগ্নিপতি আব্দুল আউয়াল বলেন, রিয়াজুল দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদরোগসহ কিডনি রোগে ভুগছিলেন। এর আগে তিনি স্ট্রোকও করেছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মারা যান তিনি।
রিয়াজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম শ্রাবন জানান, কয়েকদিন ধরে বাবার শরীরে জ্বর, শরীর ব্যাথা ও কাশি ছিল। মৃত্যুর আগের দিন তার জ্বর ছিল না। তবে শরীর ও গলা ব্যাথা অনুভব করছিল।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, স্কুল শিক্ষক রিয়াজুল ইসলাম জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শুক্রবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আগামীকাল পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানান।