গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরও ১২৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ।
গত ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত এ জেলায় ১ হাজার ৭৮৭ জন প্রবাসী দেশে ফিরলেও ২২ মার্চ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ৩০৬ জন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ৩০৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং করোনাভাইরাস সন্দেহে একজনকে রবিবার ঢাকা পাঠানো হয়েছে। বাকি ১ হাজার ৪৮১ জন প্রবাসীকে খুঁজে বের করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা চলছে।
তিনি জানান, রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা সদরসহ ৫টি উপজেলা হাসপাতালে মোট ২৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে।