সোমবার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের এক বাঁশের সাঁকো থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রভাত কুমার সিং (৩৬) ভারতের পাঞ্জাব প্রদেশের বিহার জেলার গরুদাসপুর থানার বহমনি গ্রামের কুমার সিংহের ছেলে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের এক বাঁশের সাঁকো থেকে ঝুলন্ত অবস্থায় ভারতীয় ওই নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। মাথার পাগড়ি গলায় পেচিয়ে সাঁকোতে ঝুলে সে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে।
ভারতীয় দূতাবাসের মাধ্যমে প্রভাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি মো. মঞ্জুরুল আলম জানান, রবিবার গভীর রাতে প্রভাতের পরিবার তাকে কল করে। কল পেয়ে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে সে ব্যারাক থেকে বের হয়। এর পরে সে আর ব্যারাকে ফিরে আসেনি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রভাত আগস্ট মাসে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজে আসে।