নীলফামারী জেলায় কুমিল্লা ও ঢাকা ফেরত আরও দুজনের মধ্যে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
তারা হলেন- সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দলুয়া দোগছি ঠাকুরপাড়া গ্রামের কুমিল্লা ফেরত ১৬ বছর বয়সী এক কিশোর এবং ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের ঢাকা ফেরত ২০ বছর বয়সী এক ছাত্র।
মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে পাঠানো এ দুজনের রিপোর্টপজেটিভ আসে।
শনাক্ত হওয়া নতুন দুজন করোনা রোগী নিয়ে গত আটদিনে জেলার পাঁচটি উপজেলায় মোট ৬ জন করোনা রোগী শনাক্ত হলে, বলেন নীলফামারী সিভিল সার্জন রনজিত কুমার।
এদিকে, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নীলফামারী জেলাকে লকডাউনের আওতায় নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী এ লকডাউনের আদেশ জারি করেন।
এর পর জেলার সর্বত্র মাইকিং করে লকডাউনের গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়।