সদর উপজেলার পিয়ারাপুর, আবিরনগর ও কুমিদপুর এলাকায় শুক্রবার রাতে বৃষ্টি ও ঝড়ে চার শতাধিক গাছপালা ও অর্ধশত বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার সময় বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের লাইন ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘর হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে রয়েছেন।
ক্ষতিগ্রস্তরা বলছেন, করোনাভাইরাসের সময়ে এ ঝড় যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ‘ঝড়ে সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় গাছপালাসহ অনেক কাঁচা ঘরবাড়ি পড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরূপণে চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। নিরূপণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’