এ ঘটনায় করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সাথে দুটি বাড়ির ৯টি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।
শুক্রবার রাতে শ্বাসকষ্ট ও খিঁচুনি নিয়ে কমলনগরে দুই বছর তিন মাস বয়সী এক শিশু মারা যায়। এতে উপজেলার তোরাবগঞ্জ গ্রামের বদিউজ্জামান মার্কেটের পাশে মৃতের বাড়ির পাশের তিনটি পরিবারকে লকডাউন করে রাখা হয়।
উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম জানান, করোনার উপসর্গ (শ্বাসকষ্ট ও খিঁচুনি) সন্দেহে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, চর মার্টিনে কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত পাঁচ বছর বয়সী এক শিশুকে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমাণ মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, ‘তোরাবগঞ্জ ও চর মার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই দুই বাড়ির নয়টি পরিবারকে লকডাউন করা হয়েছে। শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’