লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ জেলায় নতুন করে ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় ৩৫৮ রোগী শনাক্ত হলেন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩, রামগঞ্জে তিন, রায়পুর ও রামগতিতে একজন করে এবং কমলনগরে আটজন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২২২ জন ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষা করে ৩৬ জনের শরীরের করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় ৩৫৮ জন রোগী শনাক্ত হলো।’