লালমনিরহাটে গোডাউনে দেয়াল ভেঙে মাথায় পড়ে লোড ও আনলোড শ্রমিক আব্দুল হামিদের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পাটগ্রাম উপজেলায় জগতবের ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আব্দুল হামিদ পাটগ্রাম পৌর শহরের কালিরথান চাত্রারপাড় এলাকার মৃত এন্তাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে কিছু শ্রমিক গোডাউনের ভেতরে ভুট্টার বস্তা লোড ও আনলোড করার সময় হঠাৎ গোডাউনের একটি দেয়াল বিকট শব্দে ভেঙে পড়ে। পাশেই থাকা কয়েকজন শ্রমিক দৌড়ে প্রাণ বাঁচালেও, আব্দুল হামিদ দেয়ালের কাছাকাছি থাকায় তার কিছু করার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত দেয়ালটি তার ওপরে পড়ে ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুয়াকাটা নির্মানাধীন দোকানের দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।