লালমনিরহাটের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর কাচির আঘাতে দুলু মিয়া নামে এক দিনমজুর নিহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (৫ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় দুলু মিয়ার মৃত্যু হয়।
নিহত দুলু (৩০) হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় দুলু মিয়া তার স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখেন এবং নম্বর সম্পর্কে জানতে চাইলে স্ত্রী নম্বরটি ডিলিট করে দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি ও ধস্তাধস্তির একপর্যায়ে দুলু মিয়া খাটের উপর পড়ে যান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
এরপর মনি বেগম ঘরের ভেতরে রাখা সেলাই মেশিনের পাশ থেকে একটি কাচি এনে স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুলু মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।