তারা হলেন- নড়িয়া উপজেলার নন্দনসার গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৮) ও থিরপাড়া গ্রামের মঞ্জুর মল্লিক (৫৫)।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রিপন শরীয়তপুর সদর হাসপাতালে ও মঞ্জুর ঢাকায় নেয়ার পথে দুপুরে মারা যান।
স্থানীয়রা জানায়, রিপন হাওলাদার চট্টগ্রামে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজের মালিক। গত শুক্রবার তিনি গ্রামের বাড়ি বেড়াতে আসেন। রবিবার রাতে এলাকার বন্ধুবান্ধবদের নিয়ে নন্দসারের একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বসে মদ পান করেন। রাতে পাশের বাড়ির একটি বিয়ে অনুষ্ঠানে তিনি নাচানাচিও করেন। পরে গভীর রাতে তিনি ও থিরোপাড়া গ্রামের মঞ্জুর মল্লিক অসুস্থ হয়ে পরেন। স্বজনরা তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে রিপন হাসপাতালে মারা যান। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মঞ্জুর দুপুরে মারা যান। ময়নাতদন্তের জন্য রিপনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনীর আহমেদ খান বলেন, অতিরিক্ত পদ পান করে দুই ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়। আরেকজনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, একজন মদপানে মারা গেছে এমন তথ্য পেয়েছি। আরেকজনের মৃত্যু কিভাবে হয়েছে তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে।