শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘৩১ মার্চ শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে পর দিন ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ সকালে আমরা পরীক্ষার ফল হাতে পাই এবং তা নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।’
অসুস্থ ওই যুবককে ৩১ মার্চ সন্ধ্যা থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে তিনি কাশি নিয়ে ১৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে তিনি ২৩ মার্চ বাড়ি চলে যান।
এদিকে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় জানান, ওই ব্যক্তির সংস্পর্শে আসা ২৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আজ তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাদের কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।