শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামাল মাদবর কান্দি এলাকায় বসতবাড়িতে রাতের আধাঁরে হামলা ও আঘাতে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা বেগম (৫৫) জাজিরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামাল মাদবর কান্দি এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জের ধরে স্থানীয় নাইম ঢালী ও সজিব বেপারী নামে দুই যুবকের সঙ্গে বাকবিতণ্ডা এবং হাতাহাতি হয়। পরে নাইম ঢালীর মা চম্পা বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিদের আতঙ্কিত করতে স্থানীয় আকবর ঢালী, খালিদ ঢালী এবং শাহজাহান বেপারী লোকজন নিয়ে বুধবার রাত ১০টার দিকে হঠাৎ মজিবর মৃধার বসতবাড়িতে ঢুকে দরজায় লাথি দিতে থাকে। ওই সময় আতঙ্কিত হয়ে নিহত তাসলিমা বেগম বসতঘরের দরজা আটকে ঘরে ভিতরে বসে থাকেন। পরে শাহজাহান বেপারী ওই বসতঘরের দরজায় লাথি দিয়ে ভেঙে ফেলেন। ভাঙা দরজায় আঘাত পেয়ে তাসলিমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আকবর ঢালীর সঙ্গে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। এলাকায় ঝামেলা থাকায় আমি সেখানে বেশি থাকি না।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে জামাল মাদবর কান্দি এলাকায় এক নারী মারা গেছেন। তার পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’