মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া সুলতানা নামের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ফারিয়া সুলতানা ঘুল্লিয়া গ্রামের সুজন শেখের মেয়ে। স্থানীয়রা জানান, আজ বুধবার সকালে বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় ফারিয়া সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবাদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।’