চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর (ইউএনবি)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট ও যৌন উত্তেজক স্প্রেসহ মো. রবিউল আলম নামে এক বিমান যাত্রীকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা।
বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রবিউল।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম বলেন, রবিউল আলমের তিনটি লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহজনক পণ্য থাকার বিষয়টি নজরে আসে।
পরে লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়। যা ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া আমদানি নিষিদ্ধ বলে জানান তিনি।