শুক্রবার বিকালে পাঁচটি ট্রাক নিয়ে পদ্মা সেতু চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় ফেরি কাকলি।
এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ফেরি চলাচল সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুক্রবার বিকালে পদ্মা সেতু চ্যানেল দিয়ে একটি ফেরি কাঁঠালবাড়ি পৌঁছে। আবার কাঁঠালবাড়ি থেকে গাড়ি নিয়ে শিমুলিয়ার এসেছে।’
শনিবারও ফেরি চালানোর চেষ্টা করা হবে। তবে রাতে ফেরি চলাচল বন্ধ থাকবে, যোগ করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। গত মঙ্গলবার ও বুধবার একটি ফেরি দিয়ে দীর্ঘ ২৮ কিলোমিটার পথ ঘুরে পালেরচর চ্যানেল দিয়ে সার্ভিস সচল রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এ পথ পাড়ি দিতে সাড়ে ৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টা লাগায় এবং প্রচন্ড স্রোতে কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ ছিল। সেইসাথে জ্বালানি খরচ ছিল কয়েকগুণ বেশি। তাই এ নৌপথে বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হয়।
অন্যদিকে, ফেরি চলাচলের বিপর্যয়ে কারণে গাদাগাদি করেই জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ, স্পিডবোটে ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন এ পথের যাত্রীরা।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট থেকে রাতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। যা পরে ৩ সেপ্টেম্বর থেকে পুরোপুরি বন্ধ ছিল। এরপর গত ১১ সেপ্টেম্বর সীমিত আকারে ফেরি চলাচল চালু হলেও ১৩ সেপ্টেম্বর আবার বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর আবার ফেরি চালু হয়ে এবং বৃহস্পতিবার বন্ধ হয়ে যায়।