সকালে শিমুলিয়া ঘাটে সরেজমিনে দেখা যায়, ফেরি, লঞ্চ, সি-বোটসহ বিভিন্ন নৌযান বন্ধ থাকায় ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের মানুষ। গার্মেন্টস খুলে দেয়ায় তারা ফিরতে শুরু করছেন। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ প্রধান এলাকাগুলোতে কলকারাখানাগুলো খুলছে। তাই এক প্রকার বাধ্য হয়ে তারা বাড়ি থেকে বিভিন্ন যানবাহনে কাঁঠালবাড়ি ঘাটে এসে ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আসছেন।
এখানে এসে বাস না পেয়ে তারা ইয়েলো ক্যাব, অটোরিক্সা, মাইক্রো, নসিমন, করিমনসহ নানা প্রকার যানবহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এতদিন ঘাটে তেমন কোনো যানবাহন না থাকলেও রবিবার থেকে বেশ কিছু যানবাহন দেখা যাচ্ছে শিমুলিয়া ঘাটে।
এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের চেকপোস্টগুলো কিছুটা শিথিল করায় বিভিন্ন প্রকার যানবাহনে করে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।