শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে বনবিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতিটি কৃষকের আবাদ করা বোরো ধানখেত রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেছে।
বন বিভাগ জানান, সন্ধার পর প্রায় ২০টি বন্য হাতির একটি দল পুর্ব সমশ্চুড়া গ্রামের লালনেংগর এলাকায় বাসিন্দা জিয়ারুলের বোরো ধানখেতে খাবারের সন্ধানে হানা দেয়। এ সময় খেতের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। সঙ্গে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন: চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে যুবক নিহত
শেরপুর বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ‘বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বনবিভাগের লোকজন ও ইআরটি (এলিফেন্ট রেসপন্স টিম) সদস্যরা।’
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।