প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আবদুল আজিজ জানান, তারা তিন-চারজন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অবস্থান করছিলেন। এ সময় চার-পাঁচজন বোরকা পরিহিত মানুষ দ্রুত চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে উদ্দেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলে দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানকে কুপিয়ে আহত করে। এ সময় চেয়ারম্যানের চিৎকারে তারা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা দ্রুত বেরিয়ে যায়। পরে চেয়ারম্যানকে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী বলেন, ‘মাথা ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত চেয়ারম্যানকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘হামলার ঘটনা জানার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে আহত চেয়ারম্যানের অবস্থা পর্যবেক্ষণ শেষে ঘটনাস্থলে গেছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’