নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে নতুন নতুন এলাকার অসংখ্য পুকুরের মাছ ও জমির ফসল।
রবিবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, সিংড়া উপজেলার চাঁদপুর এলাকায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের বন্ধ করে দেয়া একটি কালভার্ট মাছ ধরার জন্য এলাকাবাসী খুলে দিলে পানির চাপে কালভার্টটি ধসে যায়।
ফলে ওই স্থান দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করতে থাকায় এর পাশের ৩০ মিটার এলাকা ভেঙে চাঁদপুর বিলে পানি প্রবেশ করছে বলে জানান তিনি।
পাউবোরি এ নির্বাহী প্রকৌশলী জানান, আত্রাই নদীর এ বাঁধটি মেরামতে বগুড়া থেকে জিও ব্যাগ সংগ্রহ করা হচ্ছে ।