সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সোমবার বেলা ১২টায় কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে কনস্টেবল রুবেলকে হাজির করা হয়। হাজির করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা হত্যা মামলায় রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়। পরে রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যায় ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য, তিন এপিবিএন সদস্য ও তিন নাগরিকসহ ১৩ জন এখন জেলে আছেন। পুলিশের আরও একজনকে গ্রেপ্তার করায় এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।