সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কলেজ ও স্কুল পড়ুয়া দুই ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ বাল্যবিয়ে বন্ধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার ধুলগাগড়াখালী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রীর (১৫) সাথে একই এলাকার নিশিবয়ড়া গ্রামের চাকরিজীবী (২৩) এবং রাতে বেলকুচি পৌর এলাকার চালা সাতমাথা মহল্লার সিএনজি চালকের সাথে (২৫) কামারখন্দ উপজেলার বলরামপুর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করে কনের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়, যোগ করেন তিনি।
এ সময় বেলকুচি থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।