সিরাজগঞ্জে চালককে আহত করে ড্রেনে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় ৩ জনকে শুক্রবার গ্রেপ্তার করে টহল পুলিশ।
আহত অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৬০) পৌর এলাকার চক কোবদাসপাড়ার মৃত সুজাবত আলীর ছেলে।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. জিয়া (২২), মো. ফজল খানের ছেলে মহম্মদ সাইদুল ইসলাম (২১) ও মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে আব্দুল (১৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের বাজার স্টেশন এলাকা থেকে অটোরিকশা চালক সাইফুলকে শিয়ালকোল যাওয়ার কথা বলে ১০০ টাকা ভাড়া ঠিক করেন হামলাকারীরা। এরপর অটোরিকশাটি নির্জন স্থানে পৌঁছলে চালক সাইফুলকে পেছন থেকে মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করলে জ্ঞান হারান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
তিনি আরও বলেন, এ সময় তাকে রাস্তার পাশের ড্রেনের মধ্যে ফেলে দিয়ে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ৩ জন। তারা অটোরিকশা নিয়ে শুক্রবার ভোররাতে জারিলা এলাকায় ঘোরাফেরার সময় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় অটোরিকশাসহ টহল পুলিশ তাদের আটক করে।
ওসি বলেন, এরপর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও চালক সাইফুলকে সেখানে পাওয়া যায়নি। তবে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সাইফুলকে চিকিৎসাধীন পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।