এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন (৩২) ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন (৪০) ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাক চাপা দেয়ায় ঘটনাস্থলেই স্থানীয় বাজার করতে আসা ময়নাল হোসেন ও মাছ বিক্রী করে যাওয়া পথে মানিক হোসেন মারা যান। এছাড়া শশুরবাড়িতে বেড়াতে আসা উল্লাপাড়া উপজেলার মিলন হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
হাটিকুমরল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেহিক্যাল আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাঁচজনকে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় হাটিকুমরল হাইওয়ে থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে