সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলায় গত তিনদিনে আরও ৪৬০ জনের করোনা সনাক্ত হয়েছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার।
আরও পড়ুনঃ রামেকে করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, গত তিনদিনে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ১৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৬ নারীসহ ৪৬০ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ১৮৯, কামারখন্দের ৫৪, উল্লাপাড়ার ৩৫, কাজিপুরের ৬১, তাড়াশের ১৩, রায়গঞ্জের ১৯, শাহজাদপুরের ৩৩, বেলকুচির ৩৬ ও চৌহালী উপজেলার ২০ জন।
আরও পড়ুনঃ খুলনা বিভাগে করোনায় মৃত্যু ৩১
এদের মধ্যে তিন নারীসহ ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে লকডাউনের ৫ম দিনেও সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ রয়েছে। জেলা উপজেলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ চট্টগ্রামে করোনায় আরও ১৭ জনের প্রাণহানি