উজানের ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হেড কোয়ার্টার) নাসির উদ্দিন জানান, উজানের ঢল ও দফায় দফায় বর্ষণে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়েছে। এসব এলাকার অনেক কাঁচা ও পাকা সড়ক বন্যার পানিতে ডুবে গেছে। এতে নিম্নাঞ্চলের আঁখ, পাট, তিল ও সবজি বাগানসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। বিশেষ করে শাহজাদপুর ও কাজিপুরে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার অভ্যন্তরে ও বাঁধে বসবাসরত পরিবারের লোকজন এখন আতঙ্কে রয়েছেন। এসব এলাকার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে বন্যাকবলিত হওয়ায় বহু পরিবার এখন মানবেতর জীবন-যাপন করছে। এছাড়া শাহজাদপুর, কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে ব্যবস্থা নিচ্ছে বলে নাসির উদ্দিন জানিয়েছেন।
আরও পড়ুন: যমুনার পানি আরিচা পয়েন্টে বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা