সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন থার্মাল স্ক্যানার বসানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেশিনটি বসানোর পর এই স্ক্যানারের মধ্য দিয়ে যাত্রীরা বের হচ্ছেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
তিনি বলেন, একই সাথে স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সেই সাথে অবতরণের পর ‘হেলথ ডিক্লারেশন’ ফরম দেয়া হচ্ছে, এখানে তাদের শারীরিক বিষয়সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। যাত্রীদের স্বাস্থ্য তথ্য কার্ড দেয়া হচ্ছে বলে জানান তিনি।