করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ কয়েদী মুক্তি পেলেও অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় মুক্তি পাননি আরও ২০ জন।
সিলেটের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল রবিবার এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন ধাপে মুক্তি পেয়েছেন ১৩ জন কয়েদি। সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় গত ২ মে থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তিন ধাপে এসব কয়েদিকে মুক্তি দেয়া হয়।
সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিলেট কারাগার থেকে সবমিলিয়ে ৩৪ জন কয়েদিকে মুক্তি দেবার সিদ্ধান্ত হয়েছে। এ অনুযায়ী শনিবার তৃতীয় ধাপে ৯ জন কয়েদিকে মুক্তি দেয়া হয়। এর আগে দুই ধাপে দুই জন করে আরও ৪ জনকে মুক্তি দেয়া হয়।