সিলেটে নতুন করে আরও ২২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানান।
কোয়ারেন্টাইনে থাকা সকলেই প্রবাসী ও তাদের স্বজন বলে তিনি জানান।
এর মধ্যে সিলেটে ৭৪৮, সুনামগঞ্জে ১৩৭, হবিগঞ্জে ২১৬ এবং মৌলভীবাজারে ৩৪৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এছাড়া, দুজন সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে এবং দুজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ‘হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি করছে। কেউ কোয়ারেন্টাইনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’