সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মায়ের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে নিহত আলেমার বাবা আইয়ুব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটন করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, গোয়াইনঘাটে নিহত গৃহবধূসহ তিনজনের ময়নাতদন্ত চলছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: সিলেটে মা ও ২ শিশুকে গলাকেটে হত্যা
অন্যদিকে, গৃহকর্তা হিফজুর রহমানের জ্ঞান ফিরলেও তাকে জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের এএসপি প্রবাস কুমার সিংহ।
এর আগে ১৫ জুন ভোর রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়ি থেকে হিফজুর রহমানের স্ত্রী আলেমা (৩০), ছেলে মিজান (৮), মে আনিছা (৩)-এর লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত হলেন নিহত আলেমার স্বামী হিফজুর রহমান।
আরও পড়ুন: মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যা
মাছ চুরির অভিযোগে কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে ‘হত্যা’
স্থানীয় সূত্রে জানা গেছে, হিফজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা এসে ঘরে তিনজনের গলাকাটা লাশ দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ঝড়ো হয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মো. আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।