সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের নাম-পরিচয় পাওয়া জায়নি।
পুলিশ জানায়, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় জানতে চেয়ে ওই কিশোরের ছবিসহ সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে।
জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।