সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পাঠাগারে গোপন বৈঠক চলাকালে ছাত্র শিবিরের দুই কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল সিলেট নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান ও দক্ষিণ সুরমা থানাধীন সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ। এছাড়া তানভির আহমদ নামের আরও এক যুবককে আটক করা হয়।
অভিযানকালে পুলিশ ব্যানার, ডায়েরি, ডেলিগেট কার্ড, বই ও বেশ কিছু সরকারবিরোধী লিফলেট উদ্ধার করেছে। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: সাতছড়ি জাতীয় উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালান তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থেকে কয়েকজন নেতাকর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
এদিকে সরকারি প্রতিষ্ঠানের পাঠাগারে কিভাবে শিবিরকর্মীরা গোপন বৈঠকের সুযোগ পেয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই জন শিবির কর্মীকে আটক করেছে। সেই সঙ্গে সন্দেহভাজন হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি বলেন, যতটুকু জেনেছি মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চলছিল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় ‘কিশোর গ্যাং’র ৫ সদস্য আটক
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে আটক ১