বিকেল ৩টার দিকে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপারের নেতৃত্বে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন নেতারা।
ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠকে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, সিলেট–তামাবিল মহাসড়কে বাঁশকল বসিয়ে রয়েলটির নামে চাঁদাবাজি, সড়কে চাঁদাবাজি বন্ধসহ কয়েকটি দাবিতে আমরা ধর্মঘট করছিলাম। প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে বৈঠক করা হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসলে আমরা আমাদের দাবি জানাই।
‘এ সময় আমাদের দাবিগুলো তারা যথার্থ মনে করেন এবং আশ্বস্ত করেন এসব বিষয় তারা গুরত্বসহকারে খতিয়ে দেখবেন,’ যোগ করেন তিনি।
গোলাম হাদী বলেন, ‘পরে আমাদেরকে অবরোধ তুলে নেয়ার জন্য অনুরোধ করলে আমরা নেতারা শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেই।’
এর আগে সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটে বাঁশকল বসিয়ে চাদা আদায়ের প্রতিবাদে জেলা ট্রাক মালিক গ্রুপ এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বান করে।