শাহপরান থানার সেকেন্ড অফিসার সোহেল রানা জানান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও পুলিশের একটি দল সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিলেটের সেক্টর কমান্ডারসহ নব্য জেএমবির পাঁচ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক কমান্ডার নাইমুজ্জামান, মির্জা সায়েম, জুয়েল, সানাউল ইসলাম সাদি ও রুবেল।
পরে, সিটিটিসি ও পুলিশের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সানাউলের বাড়িতে অভিযান চালিয়ে একটি সক্রিয় বোমা, বোমা তৈরির উপকরণ, বেশ কয়েকটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হযরত শাহজালালের মাজারে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে দাবি করেছে সিটিটিসি ইউনিট।
নাইমুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সানাউল ও সায়েম মদন মোহন কলেজের শিক্ষার্থী ছিলেন।