এর মধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ৮৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ছয় শিশু ও চার চিকিৎসক রয়েছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার ৬১ জন রয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলার ১৯ জন ও মৌলভীবাজারের ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, তাদের ল্যাবে শুক্রবার সুনামগঞ্জ জেলার ১১৮টি ও সিলেটের ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১১ জন রয়েছেন।
এ নিয়ে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৫ জনে।
চার জেলার আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৪১৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৬০, হবিগঞ্জে ১ হাজার ৩৬ ও মৌলভীবাজার জেলায় ৮২৫ জন রয়েছেন।
এদিকে, প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে চার জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ১২ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৮ জন করে রয়েছেন।
করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৩ জন।